Blueosan.com ওয়েবসাইটে নির্দেশিত ডেলিভারির সময়কে সম্মান করার জন্য তার ক্ষমতায় সবকিছু করে। নিশ্চিত করছে আপনার পণ্য অতি দ্রুত ডেলিভারির প্রতিশ্রুতি। যাইহোক, আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনার কারণে দেরিতে ডেলিভারির জন্য আমরা দায়ী হতে পারি না।
ডেলিভারি চার্জ : ডেলিভারি খরচ পরিষ্কারভাবে চেকআউট পৃষ্ঠায় দেখানো হয়।
ডেলিভারি করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে এবং সঠিক সময়ে ডেলিভারি সম্ভব না হয়, এ ক্ষেত্রে ক্রেতাকে ফোন অথবা মেইল অথবা এস এম এস দিয়ে জানান দেয়া হবে ।
ট্র্যাকিং নাম্বার: অর্ডার প্রদানের পর আমরা প্রতিটি ক্রেতাকে একটি ইউনিক অর্ডার নাম্বার প্ৰদান করে থাকি। যেকোনো ধরনের তথ্য জানার জন্য ওই অর্ডার নম্বর জানিয়ে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করলে তথ্য জনাতে পারবে।
কাস্টমার কেয়ার নাম্বার : ০১৭৭২৫৭২৯১৮